শিক্ষকদের অনশনের তৃতীয় দিন
প্রকাশিত : ১২:৪৮, ২৫ ডিসেম্বর ২০১৭
প্রধান শিক্ষকদের এক ধাপ নিচে জাতীয় বেতন স্কেলের ১১তম গ্রেডে বেতন নির্ধারণের এক দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি তৃতীয় দিনের মতো আজও চলছে।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে গত শনিবার সকাল থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার শিক্ষক এ অনশন কর্মসূচি পালন করে আসছেন।
শিক্ষকদের দাবি, প্রধান শিক্ষকদের নিচের গ্রেডে বেতন দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবেন। এখান থেকে বিজয় না নিয়ে তারা ফিরে যাবেন না।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। এমনকি আগামী ১ জানুয়ারি বিনামূল্যের নতুন বই বিতরণ উৎসবেও তারা যোগ দেবেন না।
শিক্ষকরা জানান, অনশনে প্রায় অর্ধশত শিক্ষক অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউ কেউ কিছুটা সুস্থ হয়ে আবার অনশনে যোগ দিয়েছেন।
শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি যদি মানা না হয় তাহলে তারা নতুন বছরের ১ জানুয়ারি বিনামূল্যের নতুন বই বিতরণ উৎসবেও তারা যোগ দেবেন না।
বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক মহাজোটের উদ্যাগে সহকারী শিক্ষকদের ১০টি সংগঠনের শিক্ষকরা এ অনশন কর্মসূচি পালন করছেন। শহীদ মিনার প্রাঙ্গণে পাটি, পত্রিকা, পলিথিন বিছিয়ে পৌষের শীতের দুই রাত পার করেছেন ‘মানুষ গড়ার কারিগর’ শিক্ষকরা।
এদিকে ২৪ ডিসেম্বর রোববার অনশনের দ্বিতীয় দিনে প্রায় ৩৫ জনের মতো অসুস্থ হয়ে পরেন। তাদের মধ্যে
গতকাল রোববার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী শিক্ষকদের আমরণ অনশনে এসে একাত্মতা প্রকাশ করে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বানও জানিয়েছেন।
একে// এআর
আরও পড়ুন