ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৪, ৫ অক্টোবর ২০২২

‘শিক্ষকদের দিয়েই শিক্ষার রূপান্তর শুরু’ এই প্রতিপাদ্য নিয়ে সারা বিশ্বে ৫ অক্টোবর পালিত হচ্ছে ‘বিশ্ব শিক্ষক দিবস’। বিশ্বের সব শিক্ষকের অবদান স্মরণ করার জন্য ইউনেস্কোর আহ্বানে দিবসটি পালন করা হয়। 

ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়।

বিশ্বের প্রায় ১০০টি দেশে দিবসটি পালিত হয়ে থাকে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন সংগঠন, প্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।

দিবস পালনে অ্যাডুকেশন ইন্টারন্যাশনাল (ইআই) ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে। ইআই প্রতি বছরই একটি প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করে থাকে যা জনসচেতনতা বৃদ্ধির সাথে সাথে শিক্ষকতা পেশার অবদানকেও স্মরণ করিয়ে দেয়। 

দিবসটি উপলক্ষে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন ‘শিক্ষকদের মর্যাদা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে। সকাল ১১টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সেমিনার কক্ষে (রমনা) সভা অনুষ্ঠিত হবে।

এদিকে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সভাপতি নজরুল আসলাম রনি জানান, অনলাইনে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন বেসরকারি শিক্ষকরা।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি