শিক্ষকদের দ্বন্দ্ব, বিপাকে দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
প্রকাশিত : ১৪:৪৭, ১৪ জুলাই ২০২৪
শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষকের দ্বন্দ্ব, নিয়মিত ক্লাস না হওয়া সহ নানা অনিয়মে পাবনার ঐতিহ্যবাহী দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড় পড়েছে । এবার এসএসসি পরীক্ষায় এই স্কুল থেকে অংশ নিয়ে অধিকাংশ শিক্ষার্থী অকৃতর্কায্য হওয়ায় অভিভাবকরা উদ্বিগ্ন ।
এই পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয়টি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত প্রায় ৬৪ বছরের এই স্কুলটিতে বর্তমান শিক্ষার্থী সংখ্যা ১ হাজার ৩০০ জন। দীর্ঘ সময় স্কুলটি তার ঐতিহ্য ধরে রাখলেও বর্তমানে স্কুলের সহকারী শিক্ষকদের সঙ্গে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের দ্বন্দ্ব, শিক্ষকদের নিয়মিত ক্লাস না নেয়া সহ নানাবিধ কারণে স্কুলটি তার ঐতিহ্য হারানোর পাশাপাশি স্কুলের শিক্ষা কার্যক্রম অনেকটাই ভেঙ্গে পড়েছে।
শিক্ষার্থী এবং স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে স্কুলের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত চারটি বিষয়ের কোন একটি বিষয়ে ক্লাস হয়নি এদিকে পড়াশুনা না করানো হলেও প্রতিষ্ঠানটি অতিরিক্ত বেতন আদায় করছে এমন অভিযোগ করেছেন অভিভাবকরা। শিক্ষার্থীদের অভিযোগ প্রতিটি স্কুলে জানুয়ারি মাসে ক্লাস রুটিন দেয়া হলেও এই স্কুলে ক্লাস রুটিন দেয়া হয়েছে বছরের ছয় মাস পার হওয়ার পরের জুন মাসে। স্কুল কর্তৃপক্ষ ক্লাস নেওয়ার চাইতে বেতন এবং অন্যান্য ফি আদায় করা নিয়ে বেশি ব্যস্ত থাকেন। প্রতি মাসের বেতন নেয়ার কথা থাকলেও ছয় মাসের বেতন নেয়া হয়েছে একসাথে এতে বিড়ম্বনা এবং আর্থিক চাপে পড়েছেন স্বল্প আয়ের অভিভাবকরা।
শিক্ষার্থীদের অভিযোগ শিক্ষকরা ক্লাস না নেওয়াই তাদের পাঠ্যক্রম ঠিকমতো শেষ করতে পারছেন না। ফলে স্কুলের ছাত্রদের রেজাল্ট দিন দিন খারাপ হচ্ছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ২০০ শিক্ষার্থীর মধ্যে ৭৫ জন ফেল করেছেন। এত বিপুল সংখ্যক ছাত্র ফেল করার পেছনে শিক্ষার্থী এবং অভিভাবকরা স্কুলের শিক্ষকদের ক্লাস না নেয়া সহ ছাত্রদের প্রতি মনোযোগী না হওয়াকেই দায়ী করেছেন।
স্কুলের কয়েকজন শিক্ষক নাম না প্রকাশ করার শর্তে জানিয়েছেন, এই স্কুলের বেশ কিছু শিক্ষক ক্লাস করানোর চাইতে প্রাইভেট বাণিজ্য বেশি ব্যস্ত থাকেন। ফলে ক্লাসের সময়টুকুতে তারা শ্রেণিকক্ষে উপস্থিত থাকতে পারেন না। এর বাইরে প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতার কারণে স্কুলটির শিক্ষার পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
এদিকে সব অনিয়ম এবং অভিযোগের বিষয়ে প্রশ্ন করা হলে স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে এড়িয়ে যান।
পাবনা জেলা শিক্ষা অফিসার জানিয়েছেন, শিক্ষকদের দ্বন্দ্বের কারণে এ সমস্যা। তাছাড়া প্রভাবশালীদের কারণে সমস্যা সমাধান করা যাচ্ছে না। তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএম//
আরও পড়ুন