ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষকদের পদযাত্রায় পুলিশের বাধা, শাহবাগে অবস্থান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৫, ২৪ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে আন্দোলরত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। বাধার মুখে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বক্তব্য ও স্লোগান দিতে থাকেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ থানার সামনে তাদের আটকে দেওয়া হয়। 

এর আগে আজ সকাল ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে সমাবেশ শুরু করেন শিক্ষকরা।

সমাবেশে শিক্ষকরা ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার টাকায়।

এর আগে, দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকরা। তারা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ করেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি