ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

শিক্ষকদের বৈশাখী ভাতা এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়ার দাবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ১৫ মে ২০১৭ | আপডেট: ১৪:৫১, ২২ মে ২০১৭

শিক্ষকদের বৈশাখী ভাতা এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়ার দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক পরিষদ।
আইসিটি শিক্ষকসহ নন-এমপিও প্রতিষ্ঠানগুলোকে এমপিও প্রদান এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করা হয়। বর্তমান সরকারের ঘোষিত রুপকল্প ২০২১ এবং ২০৪১ বাস্তবায়নে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি আগামী বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের আহ্বান জানান তারা। দাবি আদায়ে ২২ মে সারাদেশে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি