ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শিক্ষা খাতে বড় অংকের বরাদ্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৩, ২৪ মে ২০১৭ | আপডেট: ১১:৫৫, ২৯ মে ২০১৭

মেধাবী ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এবারের বাজেটে কারিগরি শিক্ষায় বিশেষ নজর দিয়ে শিক্ষা খাতে বড় অংকের বরাদ্দ ঠিক করেছে সরকার। এমনটাই জানালেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামশুল আলম। তবে, বাজেটে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরির দিকে বিশেষ দৃষ্টি দেয়ার তাগিদ দিয়েছেন শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা।
সাধারণ শিক্ষা, ইংরেজী মাধ্যম, মাদ্রাসা ও কারিগরি সহ বিভিন্ন স্তরের শিক্ষা ব্যবস্থায় চিন্তার যেমন অমিল বাড়ছে। তেমনি কর্মজীবনেও এর নেতিবাচক প্রভাব পড়ছে।
দেশে শিক্ষিত বেকারের সংখ্যাও বাড়ছে। তাই আসছে বাজেটে কারিগরি শিক্ষাসহ শিক্ষা গবেষনায় বরাদ্দ বাড়ানোর দাবী জানিয়েছেন শিক্ষার্থীরা।
২০০৯-১০ অর্থ বছরের বাজেটে শিক্ষাখাতে মোট বাজেটের ১৬.৩ শতাংশ বরাদ্দ থাকলেও
২০১৫-১৬ অর্থ বছরে এর পরিমান কমে ৪.৭ শর্তাশে নেমে যায়। ২০১৬-১৭ অর্থ বছরে বরাদ্দ দাড়ায় ৭দশমিক ৮৮ শতাংশ। শিক্ষিত জাতি গড়তে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে মনে করেন, শিক্ষাবিদ ও অর্থনীতিবিদরা।
তবে এবারের বাজেটে শিক্ষাখাতকে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে বলে জানান পরিকল্পনা কমিশনের এই সদস্য।
শিক্ষা যাতে উৎপাদনমুখী হয়, এবারের বাজেটে সেদিকে নজর রাখা হয়েছে বলেও জানান তিনি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি