ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠান এমপিও’র দাবিতে মানব বন্ধনের ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৮, ২৬ অক্টোবর ২০১৭

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি কলেজ) এমপিও ভুক্তির দাবিতে মানববন্ধনের ঘোষণা দিয়েছে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ মো. এরশাত আলী’র সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় ও অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ ১৫ থেকে ২০ বছর যাবৎ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত না হওয়ায় শিক্ষক কর্মচারীবৃন্দ মানবেতর জীবন-যাপন করছে। এরই মধ্যে এমপিও ভুক্তির জন্য সংগঠনের পক্ষ থেকে মানববন্ধন স্মারক লিপি প্রদান, অবস্থান ধর্মঘট, গোলটেবিল বৈঠক ও সংবাদ সম্মেলনসহ নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে এমপিওভুক্তির বিষয় সরকারের দৃষ্টি আকষর্ণ করে আসছি। বর্তমান সরকারের উচ্চ পর্যায় থেকে একাধিকবার এমপিওভুক্তির আশ্বাস দেওয়া সত্ত্বেও তা বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এমপিও ভুক্তির দাবী পূরণের জন্য আমরা আগামী ২০ অক্টোবর মানববন্ধনসহ কয়েকটি কর্মসূচি পালন করতে যাচ্ছি।  

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. বিনয় ভূষণ রায় বলেন, আমরা দাবি আদায়ে আগামী ২০ অক্টোবর সকল জেলায় মানববন্ধন ও র‌্যালীসহ সংশ্লিষ্ট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি পেশ করবো। আগামী ২৫ অক্টোবরের মধ্যে আমাদের এমপিওভুক্তির ন্যায্যদাবী পূরণের বাস্তব উদ্যোগ গ্রহণ না করলে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে আগামী ২৬ অক্টোর টুঙ্গীপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আরকে/ডব্লিউএন


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি