ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামে ২ হাজার ১টি ল্যাবের উদ্বোধন

প্রকাশিত : ১৮:২০, ১৩ আগস্ট ২০১৬ | আপডেট: ১৮:২০, ১৩ আগস্ট ২০১৬

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব নামে ২ হাজার ১টি ল্যাবের উদ্বোধন করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব প্রকল্পের আওতায় এ ল্যাবগুলো উদ্বোধন করা হয়। বান্দরবানে রোয়াংছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ে ল্যাব উদ্বোধনের সময় পার্বত্য মন্ত্রণালয় বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, আইসিটি’র অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেবসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী গ্রামীণ অবকাঠামো সংষ্কার ও রক্ষণাবেক্ষণে সোলার হোম সিষ্টেম বিতরণ করেন। এদিকে খাগড়াছড়ির ৮ উপজেলায় ৯টি ল্যাব প্রতিষ্ঠা করা হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি