শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে শিক্ষকদের কর্মসূচি ঘোষণা
প্রকাশিত : ১২:৫৬, ১১ জানুয়ারি ২০১৮
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে নানা কর্মসূচি ঘোষণা করেছে মুক্তিযুদ্ধের পক্ষের ১৬টি শিক্ষক-কর্মচারী সংগঠনের জোট স্বাধীনতা শিক্ষক-কর্মচারী ফেডারেশন। বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কর্মসূচি ঘোষণা করেন ওই নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফেডারেশনের প্রধান সমন্বয়কারী ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান অালম সাজু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ফেডারেশনের কো-চেয়ারম্যান অধ্যক্ষ অাব্দুর রশীদ, সমন্বয়কারী অধ্যক্ষ মোনতাজ উদ্দিন মর্তুজা।
১৪ থেকে ১৮ জানুয়ারি দেশব্যাপী স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে গণসংযোগ, ২১ জানুয়ারি সারাদেশে উপজেলা পর্যায়ে মানববন্ধন, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান, ২৫ জানুয়ারি প্রতি জেলায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান, ২৭ জানুয়ারি ঢাকায় জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক, ৩ মার্চ ঢাকায় জাতীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
এএ/এসএইচ
আরও পড়ুন