শিক্ষাবিদ কাজী আজহার আলীর মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৯:৩৭, ১৫ ডিসেম্বর ২০১৯
বিশিষ্ট শিক্ষাবিদ, সাবেক সচিব এবং বাংলাদেশ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রথম অবৈতনিক উপাচার্য, কাজী আজহার আলীর দশম মৃত্যুবার্ষিকী আজ।
কাজী আজহার আলী ১৯৫৯ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন। দেশের ছয়টি মন্ত্রণালয়ে তিনি সচিব পদে দায়িত্ব পালন করেছেন। বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান থাকাকালে উৎপাদন এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বিদ্যুৎ সংযোগে তাঁর অবদান অনস্বীকার্য।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ সকালে মরহুমের কবর জিয়ারত এবং সকাল ১১টায় ইউনিভার্সিটি মিলনায়তনে (১৫/১ ইকবাল রোড, মোহাম্মদপুর, ঢাকা) মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের গ্রামের বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার সৈয়দ মহল্লা গ্রামে আলোচনা সভা, কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
এসএ/