ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শিক্ষার মান উন্নয়নে রাবিপ্রবি উপাচার্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৯, ২২ জানুয়ারি ২০২৫

শিক্ষার মান উন্নয়নে প্রথমবারের মতো শ্রেণী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। 

আজ বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে বিভিন্ন ব্যাচের শ্রেণী প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় শ্রেণী কার্যক্রম, একাডেমিক বিষয়, ল্যাব ক্লাসের সমস্যাসহ নানা বিষয় উপস্থাপন করে উপাচার্যের সহযোগী কামনা করেন প্রতিনিধিরা।

বিপরীতে নবাগত উপাচার্য বিভিন্ন ব্যাচে প্রতিনিধিদের সকল সমস্যার সমাধানে আশ্বাস প্রদান করেন।

এদিকে, প্রথম বারের মতো শ্রেণী প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভাকে ইতিবাচক ভাবেই দেখছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। তারা মনে করেন, যাবতীয় বিভাগীয় সমস্যা সমাধানের এটাই উত্তম পন্থা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি