শিক্ষার্থীকে পুলিশে দিয়ে ৫ ঘণ্টা আটকে রাখায় প্রক্টরের অপসারণ দাবি
প্রকাশিত : ১২:২৪, ২০ এপ্রিল ২০১৭
এক শিক্ষার্থীকে পুলিশে দিয়ে ৫ ঘণ্টা আটকে রাখার ঘটনায় রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তামান্না ছিদ্দিকার অপসারণ দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে ক্যাম্পাসে প্রবেশের সময় ভারপ্রাপ্ত প্রক্টর তামান্না ছিদ্দিকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী দীপু রায়কে তার সাথে খারাপ আচরণ করার অভিযোগ এনে পুলিশের হাতে তুলে দেয়। বিশ্ববিদ্যালয় ফাঁড়িতে পুলিশ তাকে ৫ ঘণ্টা আটকে রাখে। শিক্ষার্থীদেও অভিযোগ দীপুকে আটকের খবর জানতে পেওে হৃদযন্ত্রের ক্রিড়া বন্ধ হয়ে মারা যান তার বাবা অনিল চন্দ্র । এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বুধবার দুপুরে প্রক্টর কার্যালয় ঘেরাও করে।
আরও পড়ুন