ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের উপর হামলায় দেশের মানুষ হতভম্ব: রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ৩ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোটা সংস্কারে আন্দোলনরত শিক্ষার্থীদের যেভাবে পা দিয়ে পিষে নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে, তা দেখে দেশের মানুষ স্তম্ভিত ও হতভম্ব।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে ছাত্রীদের যেভাবে লাঞ্ছিত করা হয়েছে, তা একাত্তরের হানাদার বাহিনীর নির্মমতার কথাই স্মরণ করিয়ে দেয়। ছাত্রলীগের নামের সঙ্গে ছাত্র নামটি জুড়ে দিয়ে আওয়ামী লীগ গোটা ছাত্রসমাজকেই অপমানিত করেছে। এই বিএনপি নেতা বলেন, ভোগ, লালসা, দাপট, খুন ও জখমের চেতনায় বর্তমান ছাত্রলীগকে গড়ে তোলা হয়েছে। তাদের নৈরাজ্যের বিভীষিকায় দেশ নিমজ্জিত।

তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানই রক্তে রঞ্জিত। ছাত্রীদের ওপর লাঞ্ছনা ও নির্যাতনের হিড়িক আতঙ্কজনক মাত্রা লাভ করেছে।

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে কুমিল্লায় করা মামলায় হাইকোর্টের দেয়া জামিন আপিল বিভাগ স্থগিত করা নজিরবিহীন ঘটনা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি