ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের নীতি ও মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহ্বান: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:০৮, ৮ সেপ্টেম্বর ২০১৬

শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাদানের পাশাপাশি শিক্ষার্থীদের নীতি ও মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। প্রধানমন্ত্রী বলেন, সব এলাকার জনপ্রতিনিধিরা উদ্যোগী হলে যেমন ঝড়ে পড়া শিক্ষার্থীর সংখ্যা কমবে, তেমনি শতভাগ স¦ক্ষরতার মর্যাদা পাবে দেশ। শিক্ষার প্রসারে নানামুখী পদক্ষেপ নিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার। গেল সাত বছরে বিনামূল্যে ১৯৩ কোটি বই তুলে দেয়া হয়েছে শিক্ষার্থীদের হাতে। স্বাক্ষরতার হার পৌঁছেছে ৭১ ভাগে। প্রাথমিক স্তরে পাশের হার প্রায় ৯৯ ভাগ। সেই সাথে জোরেসোরে চলছে শিক্ষায় ডিজিটালাইজেশন। আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, এমন সব অর্জন গতি পেয়েছে আওয়ামী লীগ শাসনামলেই। রুপকল্প ২০২১ বাস্তবায়নে সরকার দিনরাত কাজ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, জনপ্রতিনিধিরা এগিয়ে আসলেই দেশ শতভাগ স্বাক্ষরতার মর্যাদা পাবে। দুর্যোগপ্রবণ ও পাহাড়ি এলাকায় যেন শিক্ষা কার্যক্রম ব্যহত না হয়, সেজন্য আবাসিক স্কুল প্রতিষ্ঠায় গুরুত্ব দেয়ারও পরামর্শ দেন তিনি। সেই সাথে প্রত্যেক শিশুকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী। পরোমুখাপেক্ষী না হয়ে মাথা উঁচু করে দাঁড়াতে শিক্ষার বিকল্প নেই বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি