শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে স্মারকলিপি
প্রকাশিত : ১৮:১৯, ১১ জুন ২০১৭ | আপডেট: ০৮:৩০, ৩ জুলাই ২০১৭
শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চ।
দুপুরে উপ-উপাচার্য আবুল হোসেনের কাছে এ স্মারকলিপি দেয়া হয়। পরে বিশ্বদ্যিালয়ের নতুন কলা ভবনে শিক্ষক-শিক্ষার্থী ঐক্যমঞ্চের ব্যানারে অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহারের দাবী জানানো হয়। গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে, মহাসড়ক অবরোধ ও ভিসির বাসভবন ভাংচুরের অভিযোগে ৪৫ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আরও পড়ুন