ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে কোয়ালিটি ডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৮, ৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

শুধু শ্রেণী কক্ষের পাঠ দান নয়, এর বাইরে মান সম্পন্ন শিক্ষার নানান ক্ষেত্রের ওপর শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে‘কোয়ালিটি ডে’ পালন করল  রাজধানীর অন্যতম ইংলিশ মাধ্যম স্কুল কার্ডিফ ইন্টারন্যাশনাল।

রাজধানীর একটি কনভেনশন সেন্টারে, দিন ব্যাপী এই আয়োজনে, ছিল স্টুডেন্টস কোয়ালিটি কন্টোল সার্কেলের ওপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, বির্তক ও উপস্থিত কর্তৃতার আয়োজন।  শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ দ্বায়িত্বশীল নাগরিক হিসেবে, গড়ে তুলতে মান সম্পন্ন শিক্ষা ও সহ পাঠ্যক্রমিক কার্যক্রমের কোন বিকল্প নেই, বলেই মত প্রকাশ করে অনুষ্ঠানের বক্তারা। এছাড়াও, অন্যান্য আয়োজনের মধ্যে ছিল, কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি