শিগগিরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ: আইনমন্ত্রী
প্রকাশিত : ১৫:০৬, ৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:৪০, ৯ জানুয়ারি ২০১৮
শিগগিরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেইনিং ইনস্টিটিউটে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ট্রেইনিং অন ই-প্রকিউরমেন্ট ফর দি জাজেস অফ সাবঅর্ডিনেট কোর্ট’ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিচারপতি খন্দকার মুসা খালেদ। ক্যাপাসিটি বিল্ডিং অফ ল অ্যান্ড জাস্টিস ডিভিশন ফর স্ট্রেংথিং সাবঅর্ডিনেট জুডিশিয়ারি ম্যানেজমেন্ট প্রজেক্ট আয়োজিত এ অনুষ্ঠানে ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, খুব শিগগিরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে এবং আমার বিশ্বাস সেই সঙ্গে হাইকোর্ট বিভাগেও কিছু বিচারপতি নিয়োগ দেওয়া হবে। আমরা আপিল বিভাগের কাজ এগিয়ে নিতে যে সংখ্যক বিচারপতি নিয়োগ দরকার। সেই সংখ্যক বিচারপতি নিয়োগের বিষয় নিশ্চয় বিবেচনা করবো।
কবে নাগাদ এ নিয়োগ দেওয়া হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, দেখুন আমাদের নিয়োগ প্রক্রিয়া এ মাসব্যাপী (জানুয়ারি) চলবে। সব কাজ ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসে নিয়োগ হতে পারে।
এ সময় প্রধান বিচারপতির নিয়োগের বিষয় জানতে চাইলে আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, এটা হচ্ছে রাষ্ট্রপতির এখতিয়ার। এ ব্যাপারে কোন কথা বলাই ঠিক হবে না।
আরকে/এসএইচ
আরও পড়ুন