ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শিগগিরই এমপিওভুক্তির বিষয়ে সুসংবাদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৫, ১১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৮:১৯, ১২ জানুয়ারি ২০১৮

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তির বিষয়ে শিগগির সুসংবাদ আসছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে একটি সিদ্ধান্ত প্রস্তাবের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তবে কৌশলগত কারণে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, এমপিওভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সব চেষ্টা করছে। কিন্তু বিষয়টি এখন নির্ভর করে অর্থের ওপর। অর্থ মন্ত্রণালয় না চাইলে এটি করা যায় না।

শিক্ষকদের আন্দোলনের দিকে ইঙ্গিত করে নুরুল ইসলাম নাহিদ বলেন, বিষয়টি নিয়ে অর্থমন্ত্রীর সাথে দেখা করেছি, অর্থমন্ত্রীও মত দিয়েছেন। প্রধানমন্ত্রী অনুশাসন দিয়েছেন, এমপিওভুক্তির বিষয়টি সক্রিয় বিবেচনায় রয়েছে।

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি