ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিগগিরই বাইডেনের সঙ্গে দেখা করবেন ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৮, ৭ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনও। শিগগিরই বাইডেনের সঙ্গে ট্রাম্প দেখা করবেন বলে জানায় তার প্রচার শিবির। 

স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন জো বাইডেন।

অভিনন্দন জোয়ারে ভাসছেন ট্রাম্প। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। ট্রাম্পকে ফোন করে সব আমেরিকানদের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান জানান তিনি। 

৩ রাজ্যের ফল না আসায় এখনও নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৪৭ রাজ্যে ২৯৪টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন সদ্য বিজয়ী ট্রাম্প। কমলার ভোট সংখ্যা ২২৩।

এদিকে বিজয়ী হওয়ার পর ট্রাম্পকে অভিনন্দন জানাতে হুমড়ি খেয়ে পড়ছেন ইউরোপের নেতারা। 

অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ১৩২ বছরের রেকর্ড ভেঙ্গে হোয়াইট হাউসের দৌড়ে জয় পেলেন ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান শিবির এখন আনন্দে উদ্বেল। 

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যক্তি হিসেবে এক মেয়াদের বিরতিতে দ্বিতীয় বারের মতো দোর্দণ্ড প্রতাপে হোয়াইট হাউসের মসনদে ফিরলেন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনের আগের জনমত জরিপের সব হিসেব-নিকাশ উল্টে দিয়ে মঙ্গলবার মার্কিনিরা আরেকবার বেছে নিলেন সাবেক এই প্রেসিডেন্টকে। 

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছে, চার বছর আগের ভোটে হেরে হোয়াইট ছাড়ার পর আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই অসাধারণ প্রত্যাবর্তনে; নতুন আমেরিকান নেতৃত্বের সূচনা হতে যাচ্ছে। ট্রাম্পের নেতৃত্বে দেশটির গণতান্ত্রিক সব প্রতিষ্ঠান ও পররাষ্ট্র সম্পর্ক পরীক্ষার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে, ট্রাম্পের জয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের নতুন অধ্যায় শুরুর নিয়ে আশাবাদী আফগানিস্তানে তালেবান সরকার। মধ্যপ্রাচ্যে সংঘাত বন্ধে ট্রাম্পকে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি