ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধদের কেউই আশঙ্কামুক্ত নন: চিকিৎসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৮, ৭ সেপ্টেম্বর ২০২৪ | আপডেট: ১৭:৪০, ৭ সেপ্টেম্বর ২০২৪

চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএন শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিকের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের কেউই আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছে চিকিৎসক।

শনিবার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধদের প্রায় সবারই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের কেউই আশঙ্কামুক্ত নন। 

দগ্ধদের মধ্যে জাহাঙ্গীরের শরীরের ৭০ শতাংশ, আহমেদ উল্লাহর ৯০ শতাংশ, কাশেমের ৩৫ শতাংশ, সাগরের ২৫ শতাংশ দগ্ধ, আল আমিনের ৮০ শতাংশ, খায়রুলের ৮০ শতাংশ, হাবিবের ৪০ শতাংশ, বরকতের ৫০ শতাংশ, আনোয়ারের ২৫ শতাংশ এবং রফিকের ১০ শতাংশ দগ্ধ হয়েছে 

তাদের মধ্যে সাত জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন। তিনি বলেন, তাদের বার্ন আইসিইউ সহায়তার প্রয়োজন হবে, যা চমেকে নেই।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি