ঢাকা, বৃহস্পতিবার   ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিবচর লকডাউন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ১৯ মার্চ ২০২০ | আপডেট: ১৮:৫৩, ১৯ মার্চ ২০২০

মাদারীপুরের শিবচর উপজেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ওষুধ, কাঁচামাল, মুদি দোকান, জরুরি সেবা বাদে সব দোকানপাট ও গণপরিবহন বন্ধ থাকবে। করোনা সংক্রমণ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ।

ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ গণমাধ্যমকে বলেন, জেলায় ২২০ জন হোম কোয়ারেন্টিনে আছেন, হাসপাতালে কোয়ারেন্টিনে আছেন একজন, আইসোলেশনে আছেন চার জন। এছাড়া ১৩৬ জনকে হোম কোয়ারেন্টিন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এসি
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি