শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুট বেড়েছে ভীড়, আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া
প্রকাশিত : ১৮:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৮:৩২, ১৬ সেপ্টেম্বর ২০১৬
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুট ভীড় বেড়েছে ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের। যাত্রীদের অভিযোগ এই সুযোগে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ রুটে লঞ্চগৃুলো অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করছে। স্পীডবোটে ৫০ টাকা করে বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে । এছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা প্রতিটি যানবাহনেই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। এদিকে পদ্মা নদীতে নাব্যতা সংকটে ফেরিতে ধারণক্ষমতার তুলনায় কম যানবাহন চলায় সংকট সৃষ্টি হয়েছে। ঘাট এলাকায় কয়েকশত যানবাহন আটকে পড়েছে। যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন ।
আরও পড়ুন