ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শিরোপা জিতলো জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১৮ মে ২০১৭ | আপডেট: ১৬:৪৭, ১৮ মে ২০১৭

কোপ্পা ইতালিয়া ফুটবলে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতলো জুভেন্টাস। ফাইনালে লাজিওকে ২-০ গোলে হারিয়েছে তারা।
এ নিয়ে ১৭ বার ফাইনাল খেলে রেকর্ড ১২ বার ট্রফি জিতেছে দলটি। আর এবারই প্রথম টানা তিনটি শিরোপা ঘরে তোললো। শিরোপার লড়াইয়ে ম্যাচ জয়ের দুটি গোলই আসে প্রথমার্ধে। ১২ মিনিটে লিড নেওয়ার গোলটি করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানিয়েল আলভেজ। আর ২৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন ইতালিয়ান ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। প্রথমার্ধে ২-০ তে বিরতিতে যায় দুদল। পিছিয়ে পরে গোল পরিশোধে মরিয়া হয়ে খেলতে থাকে লাজিও। তবে, বেশ কিছু সুযোগ পেলেও সাফল্যের দেখা পায়নি তারা। শেষ পর্যন্ত আর গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়ে শিরোপা হাতে তোলে নেয় জুভেন্টাস।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি