শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেইন
প্রকাশিত : ১৪:৩৫, ২৮ মে ২০১৭ | আপডেট: ১৬:৫০, ২৮ মে ২০১৭
ফ্রেঞ্চ কাপের ফাইনালে আত্নঘাতি গোলে শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেইন। অ্যাঁজার বিপক্ষে ১-০ গোলে জয় পেলো তারা।
শিরোপা নির্ধারনি ম্যাচে প্রথম থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। গোল শূন্যতে বিরতিতে যায় তারা। দ্বিতীয়ার্ধেও বেশ আক্রমণাতœক খেলতে থাকে দুদল। তবে, নির্ধারিত খেলার ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে কর্নার থেকে বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন অ্যাঁজার ডিফেন্ডার ইসা সিসোকো। শেষ পর্যন্ত ১-০ গোলেই জয় পায় পিএসজি। এ নিয়ে ১১ বার ফ্রেঞ্চ কাপ জিতলো পিএসজি।