ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শিরোপা জয়ে সালমাদের লক্ষ্য ১১৩ রান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৬, ১০ জুন ২০১৮

নারী এশিয়া কাপ টি-টোয়েন্টি শিরোপা জিততে বাংলাদেশের দরকার ১১৩ রান। আজ রোববার মালয়েশিয়ার কুয়ালামপুরে টুর্নামেন্টের ফাইনালে আগে ব্যাট করতে নামা ভারতের ইনিংস ১১২ রানে গুটিয়ে যায়। ২০ ওভারে ৯ উইকেট এই রান তুলতে সক্ষম হয় গত পাঁচ বারের চ্যাম্পিয়নরা।
ভারতের পক্ষে অধিনায়ক হারমানপ্রীত কাউর করেন সর্বোচ্চ ৫৬ রান। এছাড়া মিথিলা রাজ ১১, ভেদা কৃষ্ণামূর্তি ১১ ও ঝুলন গোস্বামি ১০ রান করেন।
বাংলাদেশের পক্ষে খাদিজা তুল কুবরা ও রুমানা আহমেদ দু`টি করেন এবং সালমা খাতুন ও জাহানারা আলম একটি করে উইকেট নেন।
রোববার বাংলাদেশ সময় বেলা ১২টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভাল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।
টস জিতে আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১২ রান তোলার পর প্রথম উইকেট হারায় ভারত। তৃতীয় ওভারের প্রথম বলে উদ্বোধনী ব্যাটসম্যান স্মৃতি মানধানা রান আউট হয়ে গেলে ভাঙে জুটি।
এরপর ব্যাট করতে নামা দীপ্তি শর্মাকে নিয়ে দ্বিতীয় উইকেট জুটিতে দলীয় সংগ্রহে আরও ১৪ রান যোগ করেন মিতালি রাজ। দলীয় ২৬ রানে আবারও উইকেট হারায় ভারত। সপ্তম ওভারের চতুর্থ বলে দীপ্তিকে বোল্ড করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন পেসার জাহানারা।
খাদিজা তুল কুবরার করা পরের ওভারের প্রথম বলেই ফারজানার হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন মিতালি রাজ। এর মধ্যে দিয়ে ভারতের তৃতীয় উইকেটের পতন হয়। দলীয় সগ্রহ তখন ২৮ রান।
এরপর দলীয় সংগ্রহে আর মাত্র ৪ রান যোগ করার পর জাহানারা আলমের করা অষ্টম ওভারের দ্বিতীয় বলে ফিল্ডিংয়ে বাধা দিয়ে আউট হয়ে অনুজা পাতিল সাজঘরে ফিরে গেলে ভারতের চতুর্থ উইকেটের পতন হয়।
অনুজা সাজঘরে ফেরার পর ব্যাট করতে নামেন ভেদা কৃষ্ণামূর্তি। পঞ্চম উইকেট জুটিতে তাকে সঙ্গে নিয়ে দলীয় সংগ্রহে ৩০ যোগ করেন হারমানপ্রীত কাউর। ইনিংসের ১২তম ওভারে বোলিংয়ে এসে জুটি ভাঙেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। তার করা ওই ওভারের তৃতীয় বলে ভেদা কৃষ্ণামূর্তি বোল্ড হয়ে গেলে ভারতের পঞ্চম উইকেটের পতন হয়। তাদের দলীয় সংগ্রহ তখন ৬২ রান।
এরপর ম্যাচের ১৫তম ওভারে বোলিংয়ে এসে রুমানা আহমেদ দুটি উইকেট তুলে নিয়ে ভারতকে একশ` রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ফেলেন। রুমানা এই ওভারের দ্বিতীয় বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে সাজঘরে ফেরেন তানিয়া ভাটিয়া (৩)। এরপর ওভারের শেষ বলে ফেরেন উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন শিখা পান্ডে (১)।
ইনিংসের শেষ ওভারের প্রথম বলে ঝুলন গোস্বামি রান আউট হয়ে ফিরে গেলে ভারতের অষ্টম উইকেটের পতন হয়। এরপর ইনিংসের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে হারমানপ্রিত আউট হলে ১১২ রানেই থামে ভারত।
টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার মেয়েদের কাছে হারলেও পরে চার ম্যাচে টানা জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করেন সালমা-রুমানারা।
অন্যদিকে টুর্নামেন্টের প্রথম পর্বের নিজেদের পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নিয়ে ভারতও ফাইনাল নিশ্চিত করে। প্রথম পর্বে ভারতের মেয়েদের একমাত্র পরাজয়ের স্বাদটি দিয়েছিল বাংলাদেশের মেয়েরাই।
বাংলাদেশ নারী একাদশ: শারমিন সুলতানা (উইকেটরক্ষক), আয়েশা রহমান, ফারজানা হক, সানজিদা ইসলাম, ফাহিমা খাতুন, জাহানারা আলম, নিগার সুলতানা, রুমানা আহমেদ, সালমা খাতুন (অধিনায়ক), খাদিজা তুল কুবরা ও নাহিদা আক্তার।
ভারত নারী একাদশ: মিথিলা রাজ, স্মৃতি মানধানা, হারমানপ্রীত কাউর (অধিনায়ক), দীপ্তি শর্মা, ভেদা কৃষ্ণামূর্তি, অনুজা পাতিল, ঝুলন গোস্বামি, তানিয়া ভাটিয়া, একতা বিশত, শিখা পান্ডে ও পুনম যাদব।
সূত্র : ক্রিকইনফো।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি