ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিরোপার খোঁজে অস্ট্রেলিয়ার মুখোমুখি প্রোটিয়া নারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১২, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামছে আজ। প্রথম শিরোপার খোঁজে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। 

কেপটাউনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়। 

সংক্ষিপ্ত ফরম্যাটের নারীদের টি-টোয়েন্টি বিশ্ব আসরে সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। এর আগের সাত আসরে প্রত্যেকবার অংশ নিয়ে সর্বোচ্চ পাঁচবার শিরোপা ঘরে তুলেছে তারা। 

এবারও ট্রফি জয়ের দারপ্রান্তে অজিরা। দলও আছে দারুণ ছন্দে। সেরা ফর্ম ধরে রেখে আরও একটি শিরোপা নিয়েই ঘরে ফিরেতে চায় অস্ট্রেলিয়া। 

এদিকে, প্রথমবারের মতো ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। যেকোনো ফরম্যাটে বৈশ্বিক টুর্নামেন্টে কোনো ট্রফি নেই প্রোটিয়াদের। ঘরের মাঠে এবার সেই দুঃখ ঘোচাতে কোনো ভুল করতে চায় না আফ্রিকান মেয়েরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি