ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিলংয়ে বাংলাদেশ ফুটবল দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে শিলং পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে স্থানীয় সময় চারটায় শিলং বিমানবন্দরে অবতরণ করে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন দলটি।

বাংলাদেশ সময় সকাল ৯টায় ঢাকা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয় জাতীয় দল। কলকাতায় কয়েক ঘণ্টার যাত্রা বিরতির পর বিকেলে ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায় তারা।  এরপর বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে চলে যায় পুরো স্কোয়াড।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী প্রথমবারের মতো জাতীয় দলে যোগ দিয়েছেন। তিনি ১৭ মার্চ সিলেটে পৌঁছান এবং ১৮ মার্চ দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন। সতীর্থদের সঙ্গে তার দ্রুত মানিয়ে নেওয়ার বিষয়টি দলের জন্য ইতিবাচক মনে করছেন ডিফেন্ডার তপু বর্মণ। তিনি বলেন, "হামজা আমাদের সঙ্গে ট্রেনিং করেছে, ও সম্পূর্ণ ফিট আছে, যা দলের জন্য ভালো দিক।"

ডিফেন্ডার তপু বর্মণ জানিয়েছেন, এবারের প্রস্তুতি এবং মানসিকতা সম্পূর্ণ আলাদা। তার কথায়, "আমাদের চিন্তাধারা এবার উইনিং মেন্টালিটি। আমরা জেতার জন্যই যাচ্ছি।" মিডফিল্ডার সোহেল রানা মনে করছেন, হামজার অন্তর্ভুক্তি দলের শক্তি বাড়াবে।

কোচ হাভিয়ের কাবরেরা বৃহস্পতিবার ভারতের বিপক্ষে ম্যাচের জন্য চূড়ান্ত ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন। কন্ডিশনিং ক্যাম্পের ২৭ জনের তালিকা থেকে বাদ পড়েছেন আরিফ, পিয়াস আহমেদ নোভা ও তাজ উদ্দিন।

বাংলাদেশ স্কোয়াড:
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।
 ডিফেন্ডার: শাকিল আহাদ তপু, রহমত মিয়া, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, শাকিল হোসেন, ঈসা ফয়সাল।
মিডফিল্ডার: হামজা দেওয়ান চৌধুরী, চন্দন রায়, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মুজিবর রহমান জনি, শেখ মোরসালিন, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া।
ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, আল আমিন।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফুটবলপ্রেমীদের চোখ এখন শিলংয়ে, যেখানে জামাল-হামজারা নতুন ইতিহাস গড়তে চান।


এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি