ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

শিল্প মন্ত্রীর সঙ্গে বিসিআই’র সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৩, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) শিল্প ভবনে শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে বিসিআই পরিচালনা পর্ষদের পক্ষ হতে ফুলের শুভেচ্ছা এবং বিসিআই এর ‘আমার পণ্য আমার দেশ’ লোগো সম্বলিত একটি ফ্রেম উপহার দেওয়া হয়।

সাক্ষাৎ কালে বিসিআই সভাপতি বলেন, টানা দ্বিতীয় মেয়াদে শিল্প মন্ত্রনালয়ের দ্বায়িত্ব পাওয়ায় বিসিআই এর পক্ষ হতে আমরা আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। বিসিআই সমগ্র বাংলাদেশ ভিত্তিক একক এবং একমাত্র জাতীয় শিল্প চেম্বার বিসিআই স্থানীয় সকল শিল্পের উন্নয়নের পথে সর্বপ্রকার প্রতিবন্ধকতা নিরসনে কাজ করে চলেছে।

আনোয়ার-উল আলম চৌধুরী বলেন, দেশের শিল্প খাত একটি ক্রান্তি কাল অতিক্রম করছে। দেশে কোন শিল্প প্রতিষ্ঠান তার পূর্ণ সক্ষমতায় চলতে পারছে না, উচ্চ মূদ্রাস্ফীতির কারনে সব প্রতিষ্ঠানের সেলস ড্রপ করেছে, গ্যাসের প্রেসার কম, ঋনের উচ্চ সূদ হার সবকিছু মিলিয়ে কঠিন চ্যালেঞ্জের মূখে দেশিয় শিল্প।

নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের আশ্বাসে এবং আন্তর্জাতিক বাজারের মূল্য বৃদ্ধির অজুহাতে বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছিল বর্তমানে আন্তর্জাতিক বাজারের জ্বালানির দাম অনেক কমে এসেছে তার পরও শুনছি আবার বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধি করা হবে। জ্বালানির সমস্যার একটা টেকসই সমাধান হওয়া জরুরী এবং জ্বালানীর ক্ষেত্রে শিল্প খাতকে একটা দীর্ঘ মেয়াদি পরিকল্পনা স্পষ্ট পরিকল্পনা দেওয়া গেলে শিল্প খাতও সে অনুসারে আগাতে পারবে।

তিনি বলেন, আমরা দেশের এই সকল সমস্যা নিয়ে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বসেছিলাম বাংলাদেশ ব্যাংকের নীতি সম্পর্কে জানতে। বাংলাদেশ ব্যাংকের এখন প্রধান লক্ষ্য মূদ্রাস্ফীতি ৬% নিয়ে আসা। বাংলাদেশ ব্যাংক ব্যাংকের ঋনের সূদ হার একটা নিদৃষ্ট পর্যায়ে রাখতে স্মার্ট প্রযুক্তি ব্যবহার করছে। বাংলাদেশ ব্যাংকের কিছু পলিসির কারনে ব্যাংসমূহ ব্যাংক সমূহ বন্ডে বিনিয়োগের দিকে উৎসাহিত হচ্ছে। এর ফলে ব্যাংকে তারল্য সংকট দেখা দিবে। নতুন বিনিয়োগ আসবে না সাথে সাথে বেকারত্বের হার বৃদ্ধি পাবে। আমাদের এখন বর্তমান শিল্প সমূহকে বাচিয়ে রাখা অত্যান্ত জরুরী ।

তিনি আরও বলেন, দেশের শিল্প খাত রাজস্ব বোর্ডের বিভিন্ন নীতির কারনে ক্ষতি গ্রস্থ হচ্ছে। বিভিন্ন সময়ে নতুন নতুন নীতির কারণে ব্যবসা পরিচালনা কষ্টসাদ্ধ হয়ে পড়েছে। আমরা এনবিআরের চেয়ারম্যানকে নিয়ে একটি সভা আহবানের জন্য মন্ত্রী মহোদয়কে অনুরোধ করছি।

বিসিআই এর উর্দ্ধতন সহ-সভাপতি বলেন, দেশে সেবা শিল্প সমূহ এখনো ইউটিলিটি বিল দিচ্ছে কমার্শিয়াল রেটে আমরা ইউটিলিটি বিল সমূহ ইন্ডাট্রিয়াল রেটে করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করছি।

শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিসিআই এর পরিচালকদের বক্তব্য ধৈর্য্য সহকারে শোনেন এবং বলেন, দেশের শিল্প সমূহের অবস্থা সম্পর্কে আমরা অবগত রয়েছি। আমরা চাই দেশে বিনিয়োগ বৃদ্ধি পাক কর্মসংস্থান বৃদ্ধি পাক। আমরা দ্রুত সময়ের মধ্যে অর্থ মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, অর্থ সচিব এবং দেশের ব্যবসায়ি প্রতিনিধিদের নিয়ে একটি সভা আয়েজন করছি যেখানে সব পক্ষ মিলে দেশীয় শিল্প যাতে টিকে থাকতে পারে সে ব্যবস্থা করা হবে।

সভায় বিসিআই এর উর্দ্ধতন সহ-সভাপতি প্রীতি চক্রবর্তী, সহ-সভাপতি মোহাম্মদ ইউনুস, পরিচালকবর্গ, ড. দেলোয়ার হোসেন রাজা, জিয়া হায়দার মিঠু, মিজানুর রহমান, নাজমুল আনোয়ার, সোহানা রউফ চৌধুরী, মো: সেলিম জাহান, মো: মাহফুজুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা উপস্থিত ছিলেন।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি