ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

শিল্পকলায় সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৬, ২ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে ৪ দিনব্যাপী সার্ক ঐতিহ্যবাহী নৃত্য উৎসব ২০১৭। উৎসবে বাংলাদেশসহ ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা ও ভারতের নৃত্যশিল্পীরা তাদের দেশের ঐতিহ্যবাহী নৃত্য প্রদর্শন করছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং সার্ক কালচারাল সেন্টারের পৃষ্ঠপোষকতায় গত ৩০ নভেম্বর থেকে শুরু হয় এ উৎসব। উৎসব চলবে ৩ ডিসেম্বর পর্যন্ত। চারদিনব্যাপী এ আয়োজনে শুধু নৃত্য উৎসবই নয়, পাশপাশি সার্ক হস্তশিল্প প্রদর্শনী ও এ বিষয়ক কর্মশালাও হচ্ছে।

অন্যদিকে, জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হচ্ছে নৃত্য কর্মশালা।

 

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি