বদরুদ্দোজা চৌধুরীর বড় ভাই
শিল্পপতি শামসুদ্দোহা চৌধুরী আর নেই
প্রকাশিত : ০৮:১৮, ১৪ জুন ২০১৮ | আপডেট: ০৯:৫৫, ১৪ জুন ২০১৮
বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার এ কিউ এম শামসুদ্দোহা চৌধুরী আর নেই। তিনি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবকে রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বড় ভাই।
বুধবার রাত সোয়া ৯টায় রাজধানীর গুলশানের নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ কিউ এম শামসুদ্দোহা দীর্ঘদিন থেকে হৃদরোগে ভুগছিলেন। ৮৯ বছর বয়সী ইঞ্জিনিয়ার শামসুদ্দোহা স্ত্রী, তিন মেয়ে, এক ছেলে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
বর্ণাঢ্য জীবনের অধিকারী শামসুদ্দোহা চৌধুরী আমেরিকার ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে এম এস করে বুয়েটে অধ্যাপনা শুরু করেন। পরে ব্যবসা শুরু করে শিল্পপতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।
বড় ভাইয়ের মৃত্যুতে অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
এসএ/