‘শিল্পবোধ ও নান্দনিক চেতনা’ শীর্ষক চিত্রনাট্য কর্মশালা শুরু
প্রকাশিত : ২৩:২৭, ১১ সেপ্টেম্বর ২০১৯
শিল্প সমালোচনা, শিল্প অনুধাবন, শিল্প নির্মাণ ও লেখালেখির চর্চার লক্ষ্যেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শিল্পের পাঁচটি শাখায় ‘শিল্পবোধ ও চেতনা’ শীর্ষক অ্যাপ্রিসিয়েশন কোর্স আয়োজন করা হয়েছে। কোর্স সমূহ যথাক্রমে চলচ্চিত্র, চারুকলা, থিয়েটার, মিউজিক, ডান্স ও চিত্রনাট্য বিষয়ক অ্যাপ্রিসিশেন কোর্স।
শিল্পবোধ ও নান্দনিক চেতনা শীর্ষক অ্যাপ্রিসিয়েশন কোর্সের ধারাবাহিকতায় চিত্রনাট্য বিষয়ক পাঠ ও আস্বাদনের মধ্য দিয়ে চিত্রনাট্য সমালোচনা ও লেখালেখির চর্চার প্রয়াসে ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে শুরু হয়েছে সাত দিনব্যাপী চিত্রনাট্য বিষয়ক অ্যাপ্রিসিয়েশন কোর্স।
এতে ৩০ জন শিক্ষর্থীর অংশগ্রহণে পরিচালিত কোর্সের প্রশিক্ষক ও কোর্স পরিচালক চলচ্চিত্র নির্মাতা ও লেখক তানভীর মোকাম্মেল।কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন একাডেমির সহকারী পরিচালক(সিনেমাটোগ্রাফী)মাসুদ সুমন।
কেআই/
আরও পড়ুন