ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

শিল্পী কিবরিয়ার মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত : ১৪:০৪, ৭ জুন ২০১৯

দেশের আধুনিক চিত্রকলার পথিকৃৎ চিত্রশিল্পী মোহাম্মদ কিবরিয়ার অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ২০১১ সালের ৭ জুন বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। দেশের চিত্রকলার বর্তমান অবস্থার পেছনে তার বিশেষ অবদান রয়েছে।

মোহাম্মদ কিবরিয়া ১৯২৯ সালের ১ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে জন্মগ্রহণ করেন। স্কুলজীবনেই ছবি আঁকায় হাতেখড়ি তার। ১৯৪৫ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন তিনি। ১৯৫০ সালে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১৯৫৪ সালে ঢাকা আর্ট স্কুলে যোগ দেন। ১৯৯৭ সালে তিনি অবসর গ্রহণ করেন।

চিত্রকলায় অসামান্য অবদান রাখার জন্য তিনি একুশে পদক, স্বাধীনতা দিবস পুরস্কার, টোকিও স্টারলেম পুরস্কার, প্রাইড অব পারফরম্যান্স, প্রেসিডেন্ট পদক, জাপানি পররাষ্ট্রমন্ত্রীর সম্মাননাসহ দেশ-বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি