ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

শিল্পী নিতুন কুন্ডুর প্রয়াণবার্ষিকী আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০১৮

আজ একুশে পদকপ্রাপ্ত শিল্পী নিতুন কুন্ডুর ১২তম প্রয়াণবার্ষিকী। ২০০৬ সালের এই দিনে পরলোকগমন করেন তিনি। এ কীর্তিমান শিল্পীকে স্মরণ করতে অটবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

১৯৩৫ সালের ৩ ডিসেম্বর দিনাজপুরে জন্ম নেওয়া নিতুন কুন্ডু সিনেমার ব্যানার এঁকে নিজের আয়ে শিক্ষা অর্জন করেন।

নিতুন কুন্ডু ঢাকায় মার্কিন তথ্যকেন্দ্রে যোগ দিয়ে ১৯৭১ সালের মার্চ পর্যন্ত কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধকালে তিনি বাংলাদেশের অস্থায়ী সরকারের অধীনে তথ্য ও প্রচার বিভাগে ডিজাইনার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৫ সালে গড়ে তোলেন ‘অটবি’ নামে একটি প্রতিষ্ঠান, বর্তমানে যা বাংলাদেশের একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

বহুমুখী প্রতিভার অধিকারী এ শিল্পী তেলরঙ, জলরঙ, অ্যাক্রিলিক, এচিং, সেরিগ্রাফ, পেনসিল বা কালিকলম মাধ্যমে চিত্র রচনা করেন। তার নির্মিত ভাস্কর্যের মধ্যে রয়েছে মা ও শিশু, সাবাস বাংলাদেশ, সাম্পান, কদমফুল ও সার্ক ফোয়ারা। জাতীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার ও পদকের ট্রফি, ক্রেস্ট, মেডেল প্রভৃতির নকশাকার ছিলেন তিনি। এর মধ্যে নকশা করেছেন একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, প্রেসিডেন্ট গোল্ডকাপ, এশিয়া কাপ ক্রিকেট পুরস্কার উল্লেখযোগ্য।

চিত্রশিল্পী ও শিল্পপতি হিসেবে বিশেষ অবদানের জন্য তিনি লাভ করেন জাতীয় চিত্রকলা পুরস্কার।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি