ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিল্পী সমিতিতে মৌসুমীর বদলে নিপুণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ২৫ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:০১, ২৫ আগস্ট ২০১৭

Ekushey Television Ltd.

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচিত কমিটিতে জায়গা পেয়েছেন চিত্রনায়িকা নিপুণ তিনি অভিনেত্রী মৌসুমীর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন বলে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান জানিয়েছেন

জায়েদ গণমাধ্যমকে বলেন, মৌসুমী আপা কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করতে অনীহা প্রকাশ করে আবেদন করেন। তার সঙ্গে কয়েকবার যোগাযোগ করা হলে তিনি আর সমিতিতে কোনো দায়িত্ব পালন করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানান। বৃহস্পতিবার কার্যকরী কমিটির সভায় সর্বসম্মতিতে নিপুণকে বাছাই করা হয়েছে।

তিনি বলেন, এ সভায় আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে মৌসুমীসহ বেশ কয়েকজনের সদস্যপদ স্থগিত করা হতে পারে। তারা চলচ্চিত্র পরিবারের ঘোষণা অমান্য করে শাকিব খানের সঙ্গে কাজ করায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে শিল্পী সমিতি।

উল্লেখ্য, গত ৫ মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হন মৌসুমী।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি