ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

শিল্পীর রং-তুলির আঁচড়ে বদলে গেল ইবির সৌন্দর্য

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৫, ২ নভেম্বর ২০২৪

শুরু হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ক্লাস। তাই তো নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে রঙিন আল্পনায় সেজেছে ১৭৫ একরের ইবি প্রাঙ্গন। বিশ্ববিদ্যালয়জুড়ে এ যেন এক অন্যরকম আমেজ। আর এই আমেজকে সরস রসনা দিয়েছে ক্যাম্পাসজুড়ে শিল্পীর রং-তুলির নান্দনিক আল্পনা। 

ইবির পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য’র সদস্যরা রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তুলেছেন তাদের শৈল্পিক ভাবনা।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ফলিত বিজ্ঞান অনুষদ, বিবিএ অনুষদ, রবীন্দ্র-নজরুল কলা ভবন, মীর মোশাররফ হোসেন একাডেমিক ভবনসহ প্রায় প্রতিটি ফ্যাকাল্টির  সামনে নানা রকমের আল্পনা করা হয়েছে। এর মাধ্যমে ফ্যাকাল্টি সংশ্লিষ্ট বিভিন্ন দিক তুলে ধরার চেষ্টা করেছেন তারা। 

এতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগ সম্পর্কে ধারণা পেতে পারবেন। 

এছাড়া মেইন গেট দিয়ে ঢুকতেই সামনে সারিবদ্ধভাবে লেখা হয়েছে অধ্যয়নরত সাতটি ব্যাচের নাম, যাতে শিক্ষার্থীরা তাদের সিনিয়র ব্যাচগুলো সম্পর্কে জানতে পারেন। অভয়ারণ্যের এ কার্যক্রমে স্পন্সর হিসেবে রয়েছে গ্রীন আর্কিটেক্ট. সহযোগিতা করেছে চারুকলা বিভাগ।

অভয়ারণ্যের সদস্যরা জানান, নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে ক্যাম্পাসের প্রধান ফটক, সব ফ্যাকাল্টির গেটসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে আল্পনা আঁকা হয়েছে। নবীন শিক্ষার্থীদের আগমনকে স্বাগত জানাতেই অভয়ারণ্যের এ প্রায়াস। 

আল্পনাতে ফুটে উঠেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন চিত্র ও বর্তমান ব্যাচগুলোর নাম, যাতে নবীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় অধ্যায়নরত ব্যাচগুলোর পরিচয় পেতে পারেন। তাদের আশা, এ উদ্যোগ নবীনদের মনে বিশ্ববিদ্যালয় সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে।

অভয়ারণ্যের সভাপতি ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, নবীন শিক্ষার্থীরা এ বিশ্ববিদ্যালয়ের অলংকার। নবীনদের বরণ করতে আমরা এ সুন্দর বিশ্ববিদ্যালয়কে আরেকটু সুন্দরভাবে সাজাতে চাচ্ছি। চেষ্টা করছি আমাদের বিশ্ববিদ্যালয় কতটা রঙিন, কতটা সুন্দর- তা নবীন শিক্ষার্থীদের দেখাতে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি