ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

শিশু হত্যাকান্ড বন্ধ করতে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবেঃ ডক্টর মিজানুর

প্রকাশিত : ১৩:৫০, ৫ মার্চ ২০১৬ | আপডেট: ১৩:৫০, ৫ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

শিশু হত্যাকান্ড বন্ধ করতে হলে, জড়িতদের দ্রুত বিচার করে শাস্তির আওতায় আনতে হবে বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান। শনিবার সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘লোক প্রশাসন বিভাগের ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন। মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেন, শিশু হত্যাকান্ডের রহস্য উদঘাটন হওয়া দরকার। রাজধানীর বনশ্রীতে দুই শিশু হত্যার ঘটনা তদন্তে গতানুগতিক পদ্ধতির পরিবর্তে ভিন্ন পথ অবলম্বন করা উচিত বলেও মনে করেন তিনি। ড. মিজান বলেছেন, প্রয়োজনে বিশেষজ্ঞদের কাজে লাগানো উচিত। এ হত্যাকান্ডের পেছনে অন্য কোন কারণ আছে কি-না, তা-ও খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি