ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

প্রকাশিত : ০৮:৫১, ৯ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

সারাদেশে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ শনিবার। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ ২৭ হাজার শিশুকে নীল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ ৭ হাজার শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রে এবং ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা শিশু হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
গত ১৯ জানুয়ারি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের তারিখ নির্ধারণ করা ছিল। তবে শেষ মুহূর্তে ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন ওঠায় তা স্থগিত করা হয়। এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় ভিটামিন ‘এ’ ক্যাপসুলে ত্রুটির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটি প্রতিবেদন দিলেও তা গণমাধ্যমকে জানানো হয়নি।
এ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিলেও তা তারা দেখেননি। তবে যে বা যারাই দোষী সাব্যস্ত হবেন, তাদের শাস্তি পেতে হবে।
নিজ নিজ বাসস্থানের কাছাকাছি কেন্দ্রে নিয়ে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে স্বাস্থ্যমন্ত্রী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি