ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

শিশুদের জন্য ১৫ লাখ ডোজ টিকা পৌঁছেছে ঢাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৩০ জুলাই ২০২২ | আপডেট: ১৫:৩৯, ৩০ জুলাই ২০২২

শিশুদের জন্য ১৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা ঢাকায় পৌঁছেছে। 

ফাইজারের ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা শনিবার (৩০ জুলাই) সকালে ঢাকায় পৌঁছায়। 

এসব টিকা ৫ বছরের বেশি বয়সী শিশুদের জন্য বিশেষভাবে তৈরি ।

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) বলছে, আগস্টে শিশুদের টিকা দেয়া শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পরই দিনক্ষণ ঠিক করা হবে।

শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা ব্যবহার করা হবে। জন্মনিবন্ধন দিয়ে সুরক্ষা অ্যাপে নিবন্ধনের মাধ্যমে টিকা নিতে হবে।

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দিতে দেশের ৮০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে প্রায় দেড় বছর আগে টিকাদান কর্মসূচি শুরু করে সরকার। পরে সেটি কমিয়ে ৭০ শতাংশে নামিয়ে আনা হয়। 

ইতোমধ্যে প্রায় ১৩ কোটি মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। পরিধি বাড়াতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের পর এবার ৫ থেকে ১১ বছর বয়সীদেরও টিকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এএইচএস


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি