ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশুদের সময়মত টিকা দিলে ১০ রোগ থেকে রক্ষা করা সম্ভব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৬, ২৩ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.


সময়মত টিকা দিলে শিশুদের গুরুতর ১০টি রোগ থেকে রক্ষা করা সম্ভব বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক আলাউদ্দিন মজুমদার।
রোববার সকালে স্বাস্থ্য অধিদফতরের উদ্যোগে আয়োজিত কর্মশালায় তিনি এ’কথা বলেন। সেসময় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাজে আরো সক্রিয় হওয়ার আহবান জানান আলাউদ্দিন মজুমদার। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের পরিচালক দীপক চক্রবর্তী ও চট্টগ্রামের সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি