ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শিশুর পেটে পাওয়া গেল ১৯০টি বল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫১, ৪ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:০৪, ৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

পাঁচ বছরের এক শিশুর পেটে পাওয়া গেছে ১৯০টি মুক্তা আকৃতির বল। খেলতে খেলতে সে চুম্বকের বলগুলো গিলে ফেলতো বলে জানা গেছে। আর চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে চীনে।

ডেইলি মেইল সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে ওই শিশুটি অসুস্থ বোধ করতে থাকে। পরে তাকে জিংয়াং এর এক শিশু হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে আসেন তার মা। এরপর ওই হাসপাতালের চিকিৎসকেরা বাচ্চাটির পেটের এক্স-রে করার পরামর্শ দেন।

ডাক্তাররা জানান, এক্স-রে রিপোর্টে বাচ্চাটির পেটের ভিতরে থাকা চৌম্বকীয় পুঁতির ছবি ধরা পড়ে। এরপরই চিকিৎসকেরা সিদ্ধান্ত নেন, দ্রুত বাচ্চাটির পেট অপারেশন করার।

সফল অস্ত্রোপচারের পর তার পেট থেকে বের করা হয় ১৯০টি চৌম্বকীয় পুঁতির বল।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি