ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীতকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ১৯ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৪৭, ১৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড মাতিয়ে এবার বসতি গড়েছেন হলিউডে। নিজের কর্মস্থল বলিউডের চেয়ে হলিউডেই বেশি স্বাচ্ছন্দ তার। তেমনটাই মনে হচ্ছে। নতুন পরিবেশে ঠিকঠাক মানিয়ে নিয়েছেন এই নায়িকা। তবে এবার অন্যরকম শিরোনামে ধরা দিলেন তিনি।

নিউইয়র্কের রাস্তায় হাঠাৎ অ্যালান পাওয়েল-এর সাথে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। মাইনাসে যখন থর থর করে কাঁপছে মার্কিন মুলুকের ওই শহর, তখন শীতকে তুড়ি মেরে উড়িয়ে দিলেন প্রিয়াঙ্কা চোপড়া এবং অ্যালান পাওয়েল।

ভারতীয় এই অভিনেত্রীর সঙ্গে অ্যালানের রসায়ন সব কিছুকে ছাড়িয়ে গেছে। এ যেনো কোয়ানটিকোর সিজন থ্রি-এর টিআরপি আরও চাঙ্গা করে দিলো।

প্রসঙ্গত, কোয়ানটিকোর শুটিংয়ের সময় প্রিয়াঙ্কাকে কালো ব্যাকলেসে দেখা যায়। ‘বাজিরাও মস্তানি’র পর থেকে এখনও পর্যন্ত প্রিয়াঙ্কাকে বলিউডের অন্য কোনও সিনেমায় দেখা যায়নি।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি