ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

শীতলক্ষ্যা নদীতে ট্রলারডুবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫০, ২৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১০:৫৯, ২৬ এপ্রিল ২০১৭

নারায়ণগঞ্জ শহরের নবীগঞ্জ খেয়াঘাটে শীতলক্ষ্যা নদীতে বৈরী আবহাওয়ার কারণে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। তবে কোন হতাহত বা নিখোঁজের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত নয়টায় ঝড় বৃষ্টির মধ্যে ৩০/৩৫জন যাত্রী নিয়ে নদী পারাপারের সময় একটি ট্রলার ডুবে যায়। এসময় যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়। ঘটনার পর পর হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালালেও কোন মৃতদেহের সন্ধান পায়নি। ফায়ার সার্ভিস জানায়, ট্রলারযাত্রী বা স্থানীয়দের কারো কাছ থেকে এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া যায়নি।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি