শীতে নাকাল উত্তরাঞ্চলসহ সারাদেশ
প্রকাশিত : ০৯:১৫, ২ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১০:০৯, ২ জানুয়ারি ২০২৪
উত্তরাঞ্চলসহ সারাদেশ শীতে নাকাল। বাড়ছে শীতজনিত কোল্ড ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি-জ্বরসহ শ্বাসতন্ত্রের রোগের প্রকোপ। ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। বেশি বিপাকে শিশু, বৃদ্ধ আর খেটে খাওয়া মানুষ।
মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল ৬টায় দিনাজপুরে ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ ভাগ। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।
সপ্তাহজুড়ে গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে উঠা-নামা করছে উত্তরের জেলা পঞ্চগড়ে। ঘন কুয়াশার সাথে বেড়েছে হিমেল বাতাসের প্রকোপ।
বেড়েছে শীতজনিত রোগের প্রকোপও। পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালের শিশু ওয়ার্ডে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া রোগীর ভিড় বেড়েছে।
ঠাণ্ডাজনিত শিশু ও বৃদ্ধরোগীর চাপ গাইবান্ধার হাসপাতালগুলোতেও। জেনারেল হাসপাতালে সেবা দিতে হিমশিম অবস্থা। বিপাকে রোগীর স্বজনেরাও।
রংপুরেও বেড়েছে ঠাণ্ডার প্রকোপ। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ।
শীতজনিত রোগ থেকে রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ চিকিৎসকদের।
এদিকে, জানুয়ারি মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
এএইচ
আরও পড়ুন