ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৫, ২ ফেব্রুয়ারি ২০২৩

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় রিয়াল বেতিসকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত হলো জাভির দলের।

বুধবার রাতে বেতিসের মাঠে শুরুতে ধারহীন খেলে কাতালানরা। কয়েকটা সুযোগ তৈরি করলেও স্ট্রাইকারদের দুর্বল শট সহজেই আটকে দেয় স্বাগতিক রক্ষণ। 

বেতিসও সুযোগ পায় বেশকিছু। তবে কোনো দলই জালের দেখা না পেলে গোলশূণ্য ড্র-তেই শেষ হয় প্রথমার্ধ। 

বিরতির পর বিবর্ণতা কাটিয়ে আক্রমণের ধার ফেরায় বার্সা। ৬৫ মিনিটে দলকে এগিয়ে দেন রাফিনহা। ডি ইয়ংয়ের বাড়ান বল ধরে সহজেই লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

৮০ মিনিটে ব্যবধান বাড়ান রবের্ত লেভাদোভস্কি। রাফিনিয়ার কর্নার থেকে পাওয়া বল জালে পাঠান পোলিশ তারকা।

ম্যাচের শেষদিকে বার্সার জালে আত্মঘাতি গোল। কুন্দের গায়ে লেগে বল জালে জড়ায়। তবে পূর্ণ পয়েন্টে পেতে খুববেশি বেগ পেতে হয়নি জাভি হার্নন্দেসের দলের।

এই জয়ে রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে গেল কাতালান দলটি। ১৯ ম্যাচে ১৬ জয় ও ২ ড্রয়ে তাদের ৫০ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে কার্লো আনচেলত্তির দল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি