ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

শীর্ষস্থান পুনরুদ্ধার নাদালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ৩ এপ্রিল ২০১৮

টেনিস বিশ্বের শীর্ষস্থানটি আবারও নিজের করে নিয়েছেন স্পেনিশ তারকা রাফায়েল নাদাল। সদ্য সমাপ্ত মিয়ামি মাস্টার্সে যুক্তরাষ্ট্রের জন ইসনারের কাছে দ্বিতীয় রাউন্ডে পরাজিত হওয়ায় র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি হারিয়েছেন রজার ফেদেরার। আর এতেই ফের শীর্ষস্থানের মুকুট নিজের দখলে নেন নাদাল। 

জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালের পর এ পর্যন্ত কোর্টে নামেননি ইনজুরি আক্রান্ত নাদাল। যে কারণে ১৮ ফেব্রুয়ারি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটি দখলে নেন সুইস সেনসেশন ফেদেরার। ক্যারিয়ারে প্রথমবারের মত মাস্টার্স ইভেন্টে শিরোপা জয়ের কৃতিত্ব হিসেবে ইসনার আট ধাপ উন্নীত হয়ে নবম স্থানে উঠে এসেছেন। এর আগে ২০১২ সালের এপ্রিলে প্রথমবারের মত ইসনার শীর্ষ দশে এসেছিলেন।

মিয়ামি মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে উন্নীত হওয়ায় ২১ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান হেয়ন চুং প্রথমবারের মত শীর্ষ ২০’এ উঠে ১৯তম অবস্থান নিশ্চিত করেছেন। এদিকে নাদাল ৮৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে তারচেয়ে ১০ পয়েন্ট কম নিয়ে ফেদেরার আছেন দ্বিতীয় অবস্থানে। এরপরেই আছেন ক্রোয়েশিয়ান তারকা মরিন সিলিস।

সূত্র: এএফপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি