ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

শুক্র ও শনিবার শিল্পকলায় প্রদর্শিত হবে `দ্যা রুলস অব লাভ`

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ১ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হতে যাচ্ছে এলিফ শাফাক ও নাইজেল ওয়াটস্ এর উপন্যাস অবলম্বনে নাটক 'দ্যা রুলস অব লাভ'। আগামী শুক্রবার (৩ জানুয়ারি) ও শনিবার (৪ জানুয়ারি) শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে প্রতিদিন দুপুর ৩:৩০ ও সন্ধ্যা ৬:৩০ মিনিটে প্রদর্শিত হবে। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নাটকটি নির্মাণ, অভিনয় শিল্পী ও কলাকুশলী হিসেবে কাজ করেছেন।

নাটকটির নির্দেশনায় রয়েছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী তানজির। 

মূলত দুই সময়ের প্রেক্ষাপট, ভালোবাসা ও মুক্তি লাভের সন্ধি ঘটেছে এই নাটকে। রুমি ও শামসের বন্ধুত্ব-বিচ্ছেদ এবং এলা রুবিনস্টাইনের পরিবার ও ভালোবাসার গল্পকে কেন্দ্র করে তরান্বিত হয় নাট্যকাহিনী। 

এলিফ শাফাকের ‘ভালবাসার ৪০ নিয়ম’ এবং নাইজেল ওয়াটস এর ‘দ্যা ওয়ে অব লাভ’ উপন্যাসকে জমিন হিসেবে গ্রহণ করে বিস্তর কর্ষণে এই নাটকের ফলন ফলেছে। 

২০২৪ সালের এক ইহুদী নারীর সাথে একজন সুফি সাধকের লেখা উপন্যাস রিভিউ কালে গড়ে ওঠা হৃদ্যতা, সেই নারীর সুফিবাদের প্রতি ভালবাসা জন্ম দেয়া এবং সুফি সাধকে পরিণত করে তোলার গল্প, পাশাপাশি ত্রয়োদশ শতাব্দীতে শামস-ই তাবরিজের সাথে আধ্যাত্মিক মিলনের ফলে একজন শরিয়তপন্থী মাওলানা থেকে রুমির ভালবাসার কবি হয়ে ওঠার গল্প উপস্থাপিত হয়েছে। মূলত আত্মোপলব্ধি থেকে দুই সময় ও পরিস্থিতির মানুষের জীবনে আল্লাহর প্রেমে একাত্ব হওয়ার গল্প নিয়ে নাটকগুলো নির্মিত হয়েছে।

নাটকটির নির্দেশক মো. মেহেদী তানজির বলেন, জীবনের নানান সংকট এবং অপ্রাপ্তির গ্লানি মানুষের আত্মমুক্তির পথ প্রতিনিয়ত অবরুদ্ধ করে ফেলে। মানুষের জন্য শুধুমাত্র পাকস্থলী পূর্ণ করাই মূখ্য নয়। সত্য পথের অনুসন্ধান একান্ত অপরিহার্য। সত্যের পথ অনুসন্ধানে আমাদের নাটকটি হাতিয়ার করে তোলার চেষ্টা করা হয়েছে। মূলত সুফি দর্শনের মাধ্যমে জীবনের অর্থ খুঁজতে গিয়ে এলিফ শাফাকের ‘ভালবাসার ৪০ নিয়ম’ উপন্যাসটি গভীরভাবে নাড়া দেয়। পরবর্তীতে নাইজেল ওয়াটসের ‘দ্যা ওয়ে অব লাভ’ উপন্যাসটি রুমির জীবনের সূক্ষ্মতর উপস্থাপনে সহায়তা করেছে। দুইটি উপন্যাসের মেলবন্ধনে নিজেদের ঐকান্তিক প্রয়াস হয়ে উঠেছে এই নাটকটি।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি