ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

শুক্রবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ২৮ নভেম্বর ২০২৪


পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) দেশের বিভিন্ন এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাইপলাইনে জরুরি টাই-ইন কাজের জন্য আগামী শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা হতে শনিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা তিতাস গ্যাস ফ্রাঞ্চাইজ এলাকাভুক্ত মানিগঞ্জ, ধামরাই, নবীনগর, সাভার, আশুলিয়া এভং তৎসংলগ্ন এলাকায় বিদ্যমান সকল শ্রেণির গ্রাহকদের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে এবং কোথাও কোথাও গ্যাসের চাপ শূন্যে নেমে যেতে পারে।

এছাড়াও টঙ্গী এলাকায় সকল শ্রেণির গ্রাহকসহ টঙ্গী জয়দেবপুর মহাসড়কে ১৬*১৪০ পিএসআইজি ডিসিএফ লাইনের উপর বিদ্যামান গ্রাকসমূহের গ্যাস সরবরাহ বিঘ্নিত হতে পারে।

সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি