ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

শুক্রবারেই বল পায়ে মাঠে দেখা যাবে বোল্টকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ২৮ আগস্ট ২০১৮

পেশাগত ফুটবলে উসাইন বোল্টের শারিরীক সামর্থ্য নিয়ে প্রশ্ন থাকলেও খুব শিগগিরই ফুটবল ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন এই গতিদানব। সেন্ট্রাল কোস্ট ম্যারাইনারের হয়ে একটি প্রীতি ফুটবলে উসাইন বোল্টকে দেখা যাবে বলে জানা গেছে।

৩১ বছর বয়সী এই গতিদানব চলতি মাসে অস্ট্রেলিয়ার এ-লিগের কোস্ট ম্যারাইনারের হয়ে অনুশীলন শুরু করেন। এখান থেকে অনির্দিষ্টকাল প্রশিক্ষণ নেওয়ার চুক্তিও সেরে ফেলেছেন তিনি। আগামী শুক্রবারই তার মাঠে নামার কথা রয়েছে।

শুক্রবারের ওই প্রীতি ম্যাচে কয়েক মিনিটের জন্য উসাইন বোল্টকে নামানো হতে পারে বলে জানিয়েছেন কোচ মাইক মুলভি। এদিকে বোল্টের পারফরমেন্সে সন্তোষ জানিয়েছেন কোচ মুলভি।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি