ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অপূরণীয় ক্ষতি বঙ্গবন্ধুর মৃত্যু

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৮:৩৩, ১৬ আগস্ট ২০২৩

বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুকে শুধু রাজনৈতিক দৃষ্টিতে নয় শোকাগ্রস্ত আবেগের সঙ্গেও দেখেছিলো আন্তর্জাতিক গণমাধ্যম। ভারতসহ বিভিন্ন দেশের গণমাধ্যমে উঠে আসে- বঙ্গবন্ধুর দীর্ঘ লড়াই-সংগ্রাম, কারাবরণ আর আত্মত্যাগের আখ্যান। শুধু সদ্য স্বাধীন বাংলাদেশ নয়, পুরো বিশ্বের জন্য বঙ্গবন্ধুর মৃত্যু কতোখানি অপূরণীয় ক্ষতি ছিল- তা উঠে আসে সেইসময়ে বৈশ্বিক নানা গণমাধ্যমের শিরোনামে।

বঙ্গবন্ধু নিহত হলেন নিজেরই দেশে, বিপথগামী কিছু সেনাসদস্যদের বুলেটে। অথচ তাকে হত্যা করতে পাকিস্তানিরা পর্যন্ত সংকোচবোধ করেছে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, বিশ্বাসঘাতক রাজনীতিকদের চক্রান্ত ও সেনাবাহিনীর উচ্ছৃঙ্খল-উচ্চাভিলাষী সদস্যের নির্মম বুলেটের আঘাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হবার পর- এভাবেই খবর প্রকাশ করে বিবিসি।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। ১৫ আগস্টের কলঙ্কজনক ঘটনা তাই নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়েই গুরুত্ব সহকারে প্রকাশ করেছিল বিশ্ব গণমাধ্যম। 

ভারতীয় বেতার আকাশ বাণী ১৬ আগস্ট তাদের সংবাদ পর্যালোচনা অনুষ্ঠানে বলে, যিশু মারা গেছেন। এখন লাখ লাখ লোক ক্রুশ ধারণ করে তাকে স্মরণ করছেন। মূলত একদিন মুজিবই হবেন যিশুর মতো।

কলকাতার আনন্দবাজার পত্রিকা আট কলাম সংবাদ ছাপায় মুজিব হত্যাকাণ্ড বিষয়ে। তাদের পরিবেশিত সংবাদে জানা যায়, বাংলাদেশে সামরিক অভ্যুত্থানের খবর প্রথম বিশ্ববাসীকে জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এরপর সকাল ৮টায় প্রথম খবর দিল বাংলাদেশ বেতার। 

একই দিন লন্ডন থেকে প্রকাশিত ডেইলি টেলিগ্রাফে বলা হয়, বাংলাদেশের লাখ লাখ মানুষ শেখ মুজিবের জঘন্য হত্যাকাণ্ডকে অপূরণীয় ক্ষতি হিসেবে বিবেচনা করবে।

একই দিন ওয়াশিংটন পোস্ট প্রতিবেদনে বলে, একটি সেনা সমর্থিত সরকার মধ্যরাতে পরিচালিত রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে। ক্ষমতাচ্যুতির ওই বিদ্রোহ দারিদ্র্যপীড়িত দেশটির স্বাধীনতা আন্দোলনের জনক বামপন্থি রাষ্ট্রপতি মুজিবুর রহমানের প্রাণ কেঁড়ে নিয়েছে।

১৯৭৫ সালের ১৫ আগস্ট মার্কিন সংবাদ চ্যানেল এবিসি নিউজ বাংলাদেশে অভ্যুত্থান শিরোনামের খবরে জানায়, বাংলাদেশে সংগঠিত ক্যু’তে প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান নিজ বাড়িতে সপরিবারে নিহত হয়েছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি