শুধু বিআরটি প্রকল্প নয় সকল দুর্নীতির তদন্ত হচ্ছে: উপদেষ্টা
প্রকাশিত : ১১:৩৮, ১৫ ডিসেম্বর ২০২৪
গাজীপুর থেকে বিআরটি প্রকল্পের সড়ক দিয়ে বিআরটিসি বাস চলাচল কার্যক্রম উদ্বোধন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এসময় তিনি বলেন, শুধু এই প্রকল্পের দুর্নীতি নয় সকল দুর্নীতির তদন্ত হচ্ছে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
বিজয় দিবসকে সামনে রেখে আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিআরটিসির ১০টি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) বাস দিয়ে এই সেবার উদ্বোধন করা হয়।
উদ্বোধনের পর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন, আমরা এখন বিআরটি প্রকল্প চালু করছি না, আমরা বিআরটিসি বাস চালু করে পরীক্ষা করছি কি কি অসুবিধা হয়। পরীক্ষামূলকভাবে চালু করছি।
আগামী জুনের মধ্যে এই এই প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে বলে জানান উপদেষ্টা।
বিআরটি প্রকল্পের দুর্নীতি বিষয়ে উপদেষ্টা বলেন, শুধু এই প্রকল্পের দুর্নীতি নয় সকল দুর্নীতির তদন্ত হচ্ছে। এক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
ফাওজুল কবির বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি। যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মহাসড়কে যাত্রী ভোগান্তি এবং যানবাহন চলাচলের বিষয়টি বিবেচনায় নিয়ে বিআরটি করিডোর দিয়ে বিআরটিসি বাস চলাচল করানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। সে মোতাবেক সকালে গাজীপুরের শিববাড়ি থেকে এয়ারপোর্ট হয়ে গুলিস্তান পর্যন্ত ১০টি বিআরটিসি বাস চলাচল কার্যক্রমে উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বিআরটি ডেডিকেটেড লেনে বিআরটিসি বাস, প্রাইভেট কার, এম্বুলেন্সসহ ছোট যানবাহন ব্যতীত অন্য কোন ভারী যানবাহন চলাচল করতে পারবে না।
এএইচ
আরও পড়ুন